বিকালে সাকিব পৌঁছলে গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বাদ্যযন্ত্রের তালে তালে তাকে বরণ করে নেন।
Published : 26 Dec 2023, 09:33 PM
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মঙ্গলবার বিকালে শ্রীপুর উপজেলার সব্দালপুর আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় ভোটারদের প্রতি এই আহ্বান জানান।
একই মঞ্চে সাকিবের পাশে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
সব্দালপুর ইউনিয়নের আমতৈল নহাটা গ্রামে সাকিবের পৈতৃক ভিটা। তবে সাকিব বেড়ে উঠেছেন মাগুরা শহরের সাহাপাড়ায়।
ক্রিকেট তারকা নিজ এলাকায় প্রচারে আসছেন এ খবরে দুপুর থেকেই নারী-পুরুষ অপেক্ষায় ছিলেন তাকে একনজর দেখার জন্য। বিকালে সাকিব পৌঁছলে গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বাদ্যযন্ত্রের তালে তালে তাকে বরণ করে নেন।
পরে নির্বাচনি সমাবেশে সাকিব বলেন, “এটি আমার নিজের এলাকা। আমি কি আপনাদের শতভাগ সমর্থন আশা করতে পারি না?”
সমবেত জনতা তাকে হাত নেড়ে সমর্থন জানান। তখন তিনি সবাইকে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, “মাগুরার অনেক উন্নয়ন হয়েছে পাঁচ বছরে। অনেক কিছু এখনও উন্নয়নের চলমান ধারায় অছে। এই ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী অবশ্যই করতে হবে।
“আপনাদের মনে রাখতে হবে, সাকিব আল হাসান জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। সব ভেদাভেদ ভুলে আমাদের একত্রে কাজ করতে হবে। আর আমরা সেটাই করছি। এখানে মনোনয়ন মুখ্য বিষয় নয়। মুখ্য হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা, দেশের মানুষের কল্যাণ ও দলীয় সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, “আমরা কোনোভাবেই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে দেব না। সব ষড়যন্ত্র রুখতে সবাই ৭ জানুয়ারি নৌকাকে বিজয়ী করবেন।”
স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এফ এম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শরীফুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিত।