তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Published : 22 Oct 2022, 02:36 PM
বেশি দামে চিনি বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে কুড়িগ্রাম শহরে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্য়ালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার এ অভিযান চালানো হয়।
মোস্তাফিজুর বলেন, বেশি দামে চিনি বিক্রির অপরাধে রিভারভিউ মোড়ের ‘দবির স্টোরের’ মালিক রেজাউল করিমকে ৫ হাজার টাকা ও জিয়া বাজারের হযরত আলীকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখার অপরাধে কালিবাড়ী মোড়ের ‘এন কে ট্রেডার্স’ এর মালিক শ্রী নারায়ণ চন্দ্র কুণ্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।