পাবনায় পুকুরে গোসলে নেমে প্রাণ গেল তিন শিশুর

জামা-কাপড় পড়ে থাকতে দেখে স্বজনরা পুকুরে নেমে তিন শিশুর মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 12:31 PM
Updated : 13 May 2023, 12:31 PM

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সদরের সাঁড়া গোপালপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।

নিহত শিশুরা হলো- সাঁড়া গোপালপুরে বাচ্চু মণ্ডলের ছেলে ও বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদ (৯), একই গ্রামের পাঞ্জু মালোর ছেলে হৃদয় মালো (১০) এবং উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামের আকিজলের মেয়ে ও মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আনিকা (১১)।

স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি অরবিন্দ সরকার বলেন, “আনিকা তার মার সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসে দুপুরে জাহিদ, হৃদয়দের সঙ্গে গ্রামের রাস্তায় খেলাধূলায় করছিল। এরপর পরিবারের কাউকে না জানিয়ে তারা বাড়ির পাশের এক পুকুর পাড়ে জামা-কাপড় খুলে রেখে গোসল করতে নামে।

তিনি বলেন, “কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুর পাড়ে জামা-কাপড় পড়ে থাকতে দেখলেও শিশুদের দেখতে পায়নি। পরে তাদের পরিবারে খবর দিলে স্বজনরা সন্দেহবসত পুকুরে নেমে তল্লাশি চালান।

“এ সময় অচেতন অবস্থায় পুকুর থেকে থেকে তিন শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।