পিরোজপুরে অটোরিকশা-টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গাছের সঙ্গে ধাক্কায় টমটমে আটকা পড়েন বাহনটির চালক

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2022, 06:08 AM
Updated : 20 Nov 2022, 06:08 AM

পিরোজপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক অটোচালক নিহত হয়েছেন।

রোববার সকালে সদর উপজেলার পাড়েরহাট সড়কে বড়পোল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান।

নিহত রিয়াজ হাওলাদার (৪০) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের লতিফুর রহমানের পুত্র।

নিহতের শ্বশুর জাহাঙ্গীর আকন জানান, পিরোজপুর থেকে ইন্দুরকানীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিরোজপুরগামী টমটমের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার জামাতা অটোচালক রিয়াজ নিহত হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. কাজল মিয়া বলেন, গাছের সঙ্গে ধাক্কায় টমটম চালক টমটমে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে।

ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে টমটমটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”