দিনাজপুর বোর্ডে মাধ্যমিকে পাসের হার কমলেও জিপিএ ৫ বেড়েছে

এ বোর্ডে এবার একজনও পাস করেনি এমন স্কুলের সংখ্যা পাঁচটি।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 12:26 PM
Updated : 28 Nov 2022, 12:26 PM

চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার কমে হয়েছে ৮১ দশমিক ১৬ ভাগ; যা গত বছর ছিল ৯৪ দশমিক ৮০ ভাগ।

তবে গত বছরের চেয়ে এবার জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। এবার জিপিএ ৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন; যা গত বছর ছিল ১৭ হাজার ৫৮৭ জন।

সোমবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান সাংবাদিকদের বলেন, এবার এক লাখ ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৪১ হাজার ৬৮২ জন।

পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্রদের পাশের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ৫৫ ভাগ। ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৩৬৮ জন এবং ছাত্রদের মধ্যে পেয়েছে ১২ হাজার ২১৮ জন।

এবার একজনও পাস করেনি এমন স্কুলের সংখ্যা পাঁচটি; যা গত বছর ছিল শূন্য।

শতভাগ পাশ করেছে এমন স্কুলের সংখ্যাও কমেছে। এবার শতভাগ পাশ করেছে এমন স্কুলের সংখ্যা ৮৭; যা গত বছর ছিল ৪৯৩টি।

নানা দুর্বিপাকে বিলম্বিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাস করেছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী, যা গতবারের চেয়ে কম।

দীর্ঘ অপেক্ষার পর স্কুলের গণ্ডি অতিক্রম করা এই শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৫ দশমিক ৪৬ শতাংশ।

এই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৬ হাজার ২৬২ জন।

গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল রেকর্ড ৯৩ দশমিক ৫৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে তার কার্যালয়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সারেন।   

আরও পড়ুন:

মাধ্যমিকে রাজশাহীতে পাসের হারে এগিয়ে মেয়েরা

মাধ্যমিকে পাসের হার কমে ৮৭.৪৪%

এসএসসি: কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড, জিপিএ ৫ বেড়েছে দ্বিগুণ

এসএসসি: সিলেটে পাসের হারে ধস

এসএসসি: ময়মনসিংহে পাসের হার ৮৯.০২%

মাধ্যমিক: বরিশালে পাসের হার ও জিপিএ ৫ কমেছে

এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড, জিপিএ ৫ বেড়েছে দ্বিগুণ