বিক্ষোভ মিছিলে লাঠিপেটার অভিযোগ করেছে বিএনপি।
আগামী রোব ও সোমবার বিএনপির ঘোষিত দুদিনের হরতালের সমর্থনে ফরিদপুরে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। তখন পুলিশের হাতে আটক হন এক ছাত্রদল নেতা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে শহরের টেপাখোলায় ইয়াসিন কলেজের পূর্ব পাশে সড়ক থেকে মিছিলটি বের হয়।
এরপর মুজিব সড়ক ধরে রেলগেইট অভিমুখে রওনা হন মিছিলকারীরা।
তবে জেলা পরিষদ মার্কেটের সামনে পৌঁছে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় ধাওয়া দিয়ে শাওন নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান।
আরও পড়ুন: