পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে তারা হঠাৎ মিছিল বের করে।
Published : 18 Nov 2023, 07:14 PM
আগামী রোববার থেকে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে ছাত্রদলের দুই নেতাসহ তিনজন আটক হয়েছেন।
শনিবার সন্ধ্যার পর শহরের হকার্স মার্কেট এলাকা ও একটি মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান।
হকার্স মার্কেটের ভেতর থেকে গোয়েন্দা পুলিশ-ডিবি আটক করে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মেহেদী হাসান রনি এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারকে।
অপরদিকে, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শহরের ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মানিক মিজিকে আটক করে থানা পুলিশ।
ওসি শেখ মুহসীন আলম আরও জানান, বিএনপি ও ছাত্রদল নেতারা নাশকতার উদ্দেশ্যে হঠাৎ করে হরতালের সমর্থনে মিছিল বের করেন। যে কারণে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।