মিছিল থেকে তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
Published : 18 Nov 2023, 09:31 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি ও হরতালের সমর্থনে সিলেট নগরীতে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে তারা সড়কে মশাল ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ জানান, মশাল মিছিল থেকে যান চলাচলে বাধার সৃষ্টি করা হলে তাদের ছত্রভঙ্গ করার সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল সমর্থনে সন্ধ্যায় মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে; যানজটের সৃষ্টি হয়।
পরে মিছিলটি করিমউল্লা মার্কেটের সামনে সড়কে মশাল ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
এদিকে একই দাবিতে দুপুর ২টার দিকে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা নগরীর বন্দরবাজারে বিক্ষোভ মিছিল করেন।