ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ ৪ ‘চোর’ গ্রেপ্তার

ডিবি জানায়, গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে চুরির মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে বিক্রি করত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2023, 12:43 PM
Updated : 26 May 2023, 12:43 PM

ফরিদপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ চার ‘চোর’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।

শুক্রবার দুপুরে ডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

গ্রেপ্তাররা হলেন- আব্দুল্লাহ শেখ, মো. সুমন মোল্যা, মো. নাইমুর রহমান নাইম ও মো. ওহিদুর রহমান। তাদের বাড়ি বোয়ালমারীর চতুল ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

ফরিদপুর ডিবির ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলার বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তার এলাকা থেকে মোটরসাইকেল চোরদের হোতা চারজনকে গ্রেপ্তার কার হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা কালো রংয়ের একটি পালসার ও লাল রংয়ের একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি করা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে বিক্রি করত।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. ইমানুর হোসেন বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন বলে জানান ওসি মো. রাকিবুল ইসলাম।