“শনিবার বিকাল পর্যন্ত বৃষ্টির এ ধারা অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে।”
Published : 17 Nov 2023, 03:34 PM
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে কালো মেঘে ঢেকে আছে খুলনার আকাশ। বৃহস্পতিবার বিকেল থেকেই আকাশ রয়েছে অন্ধকারাচ্ছন্ন, পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা বেড়েছে।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সড়কগুলো অনেকটাই ফাঁকা। মানুষ ও যানবাহনের উপস্থিতি খুবই কম। ঠান্ডা আবহাওয়ায় খুব বেশি প্রয়োজন না হলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
তবে এই আবহাওয়ার মধ্যেও নগরীর অনেক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। হরতাল-অবরোধের ক্ষতি কাটিয়ে ৩০ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করার বাধ্যবাধকতার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
শুক্রবার খুলনা আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে খুলনাসহ আশপাশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। শনিবার বিকাল পর্যন্ত বৃষ্টির এ ধারা অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে বলে জানিয়েছে হারবার বিভাগ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বন্দরে বর্তমানে সিমেন্ট তৈরির কাঁচামাল, ইউরিয়া সারসহ মোট ১৭টি বিদেশি জাহাজ অবস্থান করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে নৌযানগুলোকে।