বেতন বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে ২ বাসে আগুন ও ভাঙচুর

কোনাবাড়ী, কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানায় স্থানীয়রা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 07:04 AM
Updated : 7 Nov 2023, 07:04 AM

গাজীপুরে দুই বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত তৈরি পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার সকালে গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

কোনাবাড়ী থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকার শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়তে থাকলে পুলিশ কাঁদুনে গ্যাস ছেড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তখন শ্রমিকরা একটু সরে গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেয়; বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাস দুটির সিটসহ কিছু অংশ পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওসি আশরাফ আরও জানান, পরে আরও পুলিশ, বিজিবি, র‌্যাবের একাধিক দল গিয়ে সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার পর থেকে কোনাবাড়ী, কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানায় স্থানীয়রা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ইব্রাহিম খান জানান, শ্রমিকরা যেন কোনো সহিংসতা চালাতে না পারেন সেজন্য সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যপ্ত সদস্য রয়েছেন।