নওগাঁয় স্ত্রীকে হত্যা: একযুগ হাজতবাসের পর স্বামীর প্রাণদণ্ড

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 03:18 PM
Updated : 12 March 2023, 03:18 PM

নওগাঁয় স্ত্রীকে হত্যা মামলায় টানা ১২ বছর হাজতে থাকার পর স্বামীর প্রাণদণ্ড দিয়েছে আদালত। 

রোববার নওগাঁ দ্বিতীয় আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাকী জানান। 

দণ্ডপ্রাপ্ত ফরিদুল রেজা ফরিদ (৫৮) নওগাঁ সদর থানার আতিথা গ্রামের প্রয়াত আজগর আলী মণ্ডলে ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ফরিদুল রেজা ২০১১ সালের ৫ এপ্রিল গভীর রাতে শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে তাদের মেয়ের সামনে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। ঘটনায় নিহতের ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে ওই দিনই নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী অমরেদ্রনাথ ঘোষ।