“ঘরে আমরা একে অপরের কথা শুনে চলি। কিন্তু রাজনীতির মাঠে দুজন আলাদা পথে হাঁটছি।”
Published : 30 Dec 2023, 10:39 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন মাসুদুর রহমান মাসুদ। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন। কিন্তু তার স্ত্রী সুফিয়া রহমান নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন। ভোটের মাঝে স্বামী-স্ত্রীর এমন অবস্থান ভোটারদের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়াও এখানে আরও তিনজন প্রার্থী আছেন।
সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৪২৮ এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯১০ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন। আসনটিতে দুটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ জেলা পার্টির সভাপতির পদে রয়েছেন। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সভাপতির পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় কমিটিকে চিঠি দেন। কিন্তু সেটি গ্রহণ করেনি কেন্দ্রীয় কমিটি। ফলে তিনি সেই পদেই থেকে যান।
একই সময় তার স্ত্রী সুফিয়া রহমান মহিলা আওয়ামী লীগে যোগ দেন। এরপর তাকে শরীয়তপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির পদ দেওয়া হয়।
এবার মাসুদুর রহমানকে আবার মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। কিন্তু সুফিয়া আর জাতীয় পার্টিতে ফেরেননি। তিনি আওয়ামী লীগের রয়ে গেছেন।
সুফিয়া রহমান সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে নৌকা প্রতীকের প্রচারে অংশ নিচ্ছেন, ভোট চাচ্ছেন এবং আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরছেন।
শনিবারও তিনি সদর উপজেলার তুলাসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীর ইকবাল হোসেন অপুর স্ত্রী নিলুফা ইয়াসমিনের সঙ্গে প্রচার চালান। বিভিন্ন গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠক করেন।
সুফিয়া রহমান সাংবাদিকদের বলেন, “আমার স্বামী জাতীয় পার্টি করেন। পাঁচ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। তিনি লাঙ্গল প্রতিকের প্রার্থী। তার মত তিনি রাজনীতি করছেন, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ভোট চাইছেন। আবার আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে প্রচার চালাচ্ছি।
“ঘরে আমরা একে অপরের কথা শুনে চলি। কিন্তু রাজনীতির মাঠে দুজন আলাদা পথে হাঁটছি। এতে কেউ কাউকে বাধা দিচ্ছি না, প্রভাবিত করারও চেষ্টা করছি না।”
জাতীয় পার্টির প্রার্থী মাসুদুর রহমান মাসুদ বলেন, “সুফিয়া আর আমি সুখী দম্পতি। আমাদের তিন মেয়ে আছে। সংসদ নির্বাচনে নিজে প্রার্থী হলেও তাকে আমার পক্ষে কাজ করার জন্য বলিনি। রাজনীতিতে আদর্শের ভিন্নতা থাকলেও পারিবারিক জীবনে কোনো সমস্যা নেই আমাদের।”
মহিলা আওয়ামী লীগের শরীয়তপুর জেলা কমিটির সভাপতি সামিনা ইয়াছমিন বলেন, “স্বামী-স্ত্রী দুই প্রতীকের নির্বাচন করছেন, এতে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখছি না। তবে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল ও আলোচনা আছে।”
শরীয়তপুর পৌরসভার পালং এলাকার ভোটার মজিবুর রহমান বলেন, “স্বামী লাঙ্গলে ভোট করছেন আর স্ত্রী নৌকার প্রচার চালাচ্ছেন। এটা বেশ ইন্টারেস্টিং।”
একই এলাকার আতাউর রহমানও একই কথা বলেন।