আজমতের হয়ে ভোটের প্রচারে মাহি

এসময় মাহিকে দেখতে ভিড় জমান অনেকে। তার সঙ্গে সেলফি তুলতে দেখা যায় অনেককে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 07:16 PM
Updated : 20 May 2023, 07:16 PM

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।

শনিবার তিনি গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আশপাশের ভোটারদের কাছে নৌকার প্রতীকের প্রার্থীর জন্য ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। এসময় মাহিকে দেখতে ভিড় জমান অনেকে। তার সঙ্গে কুশল বিনিময় করতে ও সেলফি তুলতে দেখা যায় অনেককে।

গণসংযোগকাল সঙ্গে ছিলেন তার স্বামী স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিব সরকার।

কিছু দিন আগে মা হওয়া মাহি প্রচারের সময় বলেন, আমাদের দেশে যে উন্নয়ন আর গাজীপুরের যে উন্নয়ন তা কিন্তু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিজের করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ধরনের রাস্তা করেছেন নানা উন্নয়ন করেছেন, অনেক সুন্দর সুন্দর উন্নয়ন তিনি এই গাজীপুরে করেছেন। এই উন্নয়নটা অব্যাহত রাখতে আজমত উল্লা খানকে নির্বাচনে বিজয়ী করতে হবে এবং তিনি অনেক ভোটের ব্যবধানে জিতবেন।

গণসংযোগকালে বছর খানেক আগে রাজনীতিতে নাম লেখানো এ চিত্র নায়িকা বলেন, গাজীপুরবাসী প্রধানমন্ত্রীর দেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাই আজমত উল্লা খানকে ভোট দেবেন।