নওগাঁর সীমান্তে ৬টি সোনার বারসহ একজন আটক

বিজিবি বলছে, কিবরিয়া দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারে জড়িত; থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের আরও মামলা রয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2023, 02:12 PM
Updated : 28 April 2023, 02:12 PM

নওগাঁর ধামইরহাট সীমান্তে ছয়টি সোনার বারসহ এক ব্যক্তি আটক হয়েছেন, যাকে চোরাকারবারি বলছে বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চকিলাম গ্রামে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

আটক মো. কিবরিয়া (৩৮) ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

শুক্রবার দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে নওগাঁর ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন জানান, বিজিবির একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যায় চকিলাম গ্রাম থেকে কিবরিয়াকে আটক করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়; যার বাজার মূল্য ৫৩ লাখ ১৩,২৩১ টাকা।

“আটক কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাকারবারে জড়িত। থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের আরও মামলা রয়েছে।”

তিনি জানান, আটক আসামিকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হবে এবং উদ্ধার স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।