অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
Published : 14 Nov 2023, 04:55 PM
বরিশালের বানারীপাড়া ও আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
সোমবার বানারীপাড়ার রায়েরহাটে এবং আগৈলঝাড়ার দক্ষিণ সেরাল গ্রামে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই থানা পুলিশ।
মৃতরা হলেন-বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের দক্ষিণ শাখারিয়া গ্রামের মো. ইউসুফ হাওলাদার (১৭) এবং আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ সেরাল গ্রামের নান্নু ভূইয়া (৫০)।
বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, পৌর শহরের রায়েরহাটে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়ির টাইলস মিস্ত্রির সহকারি হিসেবে কাজ করছিল ইউসুফ। ভেজা হাত-পা নিয়ে পানির পাম্প চালু করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ইউসুফের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান ওসি।
অন্যদিকে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ সেরাল গ্রামের সিরাজ মৃধা বোরো ধান ক্ষেতের ইঁদুর মারার জন্য অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। ওই ক্ষেতের পাশে মাছ ধরতে গিয়ে রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নান্নু ভূইয়া (৫০)।
সোমবার ভোরে সিরাজ মৃধা ও তার ছেলে রাব্বি মৃধা নান্নু ভূইয়াকে মৃত অবস্থা মাটি চাপা দেওয়ার চেষ্টা চালায়। নান্নুর ভাই হালিম ভূইয়া বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে সিরাজ মৃধা ও তার ছেলে রাব্বি পালিয়ে যায়।
পরিদর্শক মাজাহারুল বলেন, “আপাতত জিডির ওপর ভিত্তি করে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ব্যবসায়ীর পরিবার মামলা করবে বলে জানিয়েছে।”
অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অসিত কুমার সাহা।
তিনি জানান, আগৈলঝাড়া জোনাল অফিসের এজিএমকে প্রধান করে করা কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]