টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

নিহত কলেজছাত্র টাঙ্গাইলের মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2022, 07:04 AM
Updated : 15 Dec 2022, 07:04 AM

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর ধল্লা চরপাড়া এলাকায়, সদর উপজেলার মাদারজানি এলাকায় এবং ভূঞাপুরের জগৎপুরা এলাকায় বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার থল গ্রামের আবু সাঈদের ছেলে কলেজছাত্র ২০ বছর বয়সী ইশরাক।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, সকাল ৯টায় মির্জাপুর ধল্লা-চরপাড়া এলাকায় ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়।

নিহত ব্যক্তিটি বাস চালকের সহকারী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

তার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এছাড়া সদর উপজেলার মাদারজানি এলাকায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম-পরিচয়ও জানা যায়নি বলে জানান ওসি মোল্লা টুটুল।

তিনি বলেন, “ওই যুবক টাঙ্গাইল শহর থেকে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলে চাপা দেয়।”

এদিকে সরিষাবাড়ি থেকে টাঙ্গাইল যাওয়ার পথে ভূঞাপুরের জগৎপুরা এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্র ইশরাক মারা যায় বলে ভুঞাপুর থানার ওসি ফরদিুল ইসলাম জানান।

এতে আহত হয় ইশরাকের বাবাসহ আরও দুজন।

ইশরাকের স্বজনরা জানান, বাবার সঙ্গে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিল।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।