ফজরের নামাজ শেষে প্রাইভেটকারে বাড়ি থেকে ঢাকার দিকে রওনা দেন ওই ব্যক্তি।
Published : 18 Jan 2024, 12:39 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নতুন কেনা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একব্যক্তি নিহত হয়েছেন; যিনি গাড়িটির মালিক।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু শেখ জানান।
নিহত মাফিজ মণ্ডল (৬৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মওলার ছেলে।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক রুবেল মিয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, তার চাচা তিনদিন আগে ঢাকা থেকে নতুন প্রাইভেটকারটি কেনেন। গাড়ি কেনা-বেচার লেনদেন ও কিছু কাজ বাকি ছিল। বাকি কাজ সম্পন্ন করতে ভোরে ফজরের নামাজ শেষে প্রাইভেটকারে বাড়ি থেকে ঢাকার দিকে রওনা দেন।
রফিকুল আরও জানান, পথে বদনীভাঙ্গা ব্রিজে ওঠার আগে সড়কের বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ পাশের খাদের পানিতে পড়েন।
পরে স্থানীয়রা গিয়ে জানালার কাচ ভেঙে গাড়ির মালিক মাফিজ মণ্ডলকে উদ্ধার করে হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত চালক রুবেল হাসপাতালে চিকিৎসাধীন।
মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু শেখ জানান, সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।