কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ঘটনাস্থলেই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক সাজ্জাদ এবং হাসপাতালে নেওয়ার পথে আরোহী শারমিন মারা যান।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 05:37 AM
Updated : 3 Dec 2022, 05:37 AM

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে ৭টায় মহাসড়কের বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায়। 

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)। 

পরিদর্শক দেবব্রত রায় জানান, সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে বাহিরচর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। 

“এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক সাজ্জাদ মারা যান এবং শারমিন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।” 

এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।