ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

ওসি বলেন, দুই শিশু নিহতের ব্যাপারে পরিবার কোনো অভিযোগ দেয়নি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 05:47 PM
Updated : 6 Nov 2023, 05:47 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে হারুন চেয়ারম্যানের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে বলে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান।  

নিহতরা হলেন- যাত্রাপুর বোট বাড়ির আব্দুস সালাম মিয়ার ছেলে সবুজ (৭) ও রুবেল মিয়ার ছেলে সূর্য (৯)। সবুজ ও সূর্য আপন চাচাতো ভাই।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সবুজ ও সূর্য সাঁতার জানত না। পরিবারের সবার অগোচরে দুই ভাই বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কোনো এক সময় তারা হয়ত ডুবে যায়।

একপর্যায়ে সবুজের লাশ ভেসে উঠে। পরে লোকজন তল্লাশি চালিয়ে সূর্যকেও উদ্ধার।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

ওসি নাহিদ আহমেদ বলেন, দুই শিশু নিহতের ব্যাপারে পরিবার কোনো অভিযোগ দেয়নি।