আগুন নেভাতে গিয়ে আরও দুইজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
Published : 29 Mar 2024, 11:33 AM
নাটোরের লালপুর উপজেলায় কুপিবাতি থেকে টিনের ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে মা-মেয়ে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানান লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন।
এ ঘটনায় নিহত হয়েছেন শাহানাজ বেগম (৪০) ও তার ছোট মেয়ে মাইশা খাতুন (৮)। আহত হয়েছেন শাহানাজের বৃদ্ধা মা ইয়াতুল বেগম (৭০) এবং প্রতিবেশী সজল হোসেন (২২)।
বিধবা শাহানাজ বেগম নওপাড়া গ্রামের প্রয়াত রমজান আলীর মেয়ে। স্বামী মারা যাওয়ায় তিনি মা ও মেয়েকে নিয়ে টিনশেডের ওই ঘরে থাকতেন।
স্থানীয়দের বরাতে ওসি উজ্জ্বল বলেন, রাতে অসাবধানতাবশত কুপিবাতি থেকে ঘরের পাটকাঠির বেড়ায় আগুন ধরে যায়। তা দ্রুত ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ছাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শাহনাজ বেগমের মৃত্যু হয়।
দগ্ধ আরও দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু মাইশার মৃত্যু হয়।
এদিকে আগুন নেভাতে গিয়ে আহত হন প্রতিবেশী যুবক সজল। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]