আওয়ামী লীগ জনগণের জান-মালের পাহারাদার: ওবায়দুল কাদের

বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, “আমাদের এখানে একটি দল আছে, যারা আন্দোলনের নামে আতঙ্ক ছড়ায়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2023, 03:48 PM
Updated : 18 Feb 2023, 03:48 PM

জান-মালের নিরাপত্তায় আওয়ামী লীগ জনগণের পাহারাদার বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘আওয়ামী লীগ ভীত হয়ে পাহারা বসিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় উলুখোলা এলাকার একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওবায়দুল কাদের।

সেখানে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের এখানে একটি দল আছে, যারা আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে, ভাঙচুর চালায়। মানুষকে পুড়িয়ে মারে, পেট্রলবোমা দিয়ে মেরে ফেলতে চায়। এ কারণে আমরা জনগণের পাহারাদার।”

দুপুর ১২টায় ওই রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের অনুষ্ঠান উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

এতে অংশ নেন নাটক ও চলচ্চিত্র জগতের পাঁচশতাধিক অভিনয় শিল্পীরা।

রিসোর্টের কনভেনশন হলে প্রয়াত শিল্পীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোমবাতি প্রোজ্জ্বল করা হয়।

অনুষ্ঠানে সেতুমন্ত্রীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী জয়া আহসান।

এ সময় ওবায়দুল কাদের বলেন, “সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অভিনয় নিয়ন্ত্রণ আইন করা হয়েছিল। কিন্তু সংস্কৃতি নিয়ন্ত্রণের বিষয় নয়। আওয়ামী লীগ সরকার সেই আইনটি বাতিল করেছে।”

বাংলাদেশের নাটকের প্রশংসা করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের নাটকের থেকে গুণে-মানে-সংলাপে-অভিনয়ে আমাদের নাটক অনেক সমৃদ্ধ। আমাদের শিল্পীরা অনেক ভালো অভিনয় করেন।”

সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অভিনয় শিল্পী রনক হাসানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, সহিদুল ইসলাম সাচ্চু, ডলি জহুর, দিলারা জাহান, মামুনুর রশীদ, তারিক রহমান খান।

দিনব্যাপী অনুষ্ঠানটি অভিনয় শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়।  

শিল্পী পরিবারের ছোট সদস্যদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।