পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর রমিজা বেগম নামে প্রতিবেশী এক নারীকে গ্রেপ্তার করা হয়।
Published : 22 Feb 2024, 01:36 AM
মুন্সীগঞ্জের মিরকাদিমে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার মিরকাদিমের গোপালনগর গ্রামে নানাবাড়ি থেকে শিশুটি নিখোঁজ হওয়ার পর সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি আমিনুল ইসলাম।
লাশ উদ্ধারের পর রমিজা বেগম নামে প্রতিবেশী এক নারীকে গ্রেপ্তার করা হয়।
দুই মাস বয়সি শিশু আব্দুর রহমান আজানের বাবা আব্দুল শরিফের বাড়ি নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায়।
শরিফের স্ত্রী শ্রাবণী বেগম মিরকাদিমে তার বাবার বাড়িতে সন্তান জন্ম দেওয়ার পর থেকে সেখানেই থাকছিলেন।
গত বৃহস্পতিবার শিশুটি ঘর থেকে নিখোঁজের পর থানায় অভিযোগ করা হলে পুলিশ রমিজা বেগমকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেও শিশু হত্যার বিষয়ে কোনো তথ্য পায়নি।
বোরকা পরা এক নারী শিশুটিকে কোলে করে নিয়ে বের হতে দেখেন দাবি করে ঘরে থাকা শিশুটির প্রতিবন্ধী নানা বলেন, ওই নারীই রমিজা।
এ সময় শিশুটির মা ছিলেন ঘরের বাইরে। কয়েক মিনিট পরেই ঘরে ঢুকে সন্তানকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন শ্রাবণী বেগম।
ঘর থেকে চুরির পরপরই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ।
সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তদন্ত চলছে। এর সাথে আরও কিছু লুকিয়ে আছে কিনা তাও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]