যশোরে ‘ট্রেনে কাটা পড়ে’ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

স্বজনদের বরাত দিয়ে ওই ইউপির এক সদস্য জানান, চেয়ারম্যান প্রতিদিনের মত প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 10:16 AM
Updated : 7 Nov 2023, 10:16 AM

যশোরের ঝিকরগাছায় ‘ট্রেনে কাটা পড়ে’ গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দপাড়া এলাকার যশোর-বেনাপোল রেলপথে এ ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত।  

নিহত শাহাজাহান আলি মোড়ল (৬৫) ওই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওই ইউপির সদস্য শেখ আনারুল ইসলাম বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও প্রাতঃভ্রমণে বের হন চেয়ারম্যান শাহাজাহান আলি। তিনি সৈয়দপাড়া রেললাইনের উপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। 

স্থানীয়রা রেললাইনের মাঝখানে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, চেয়ারম্যানের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন:

Also Read: গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু