মাটির নীচ দিয়ে নেওয়া একটি বৈদ্যুতিক লাইনের কাছে শাবল দিয়ে মাটে খুঁড়ছিল আশিকুর।
Published : 22 Feb 2024, 09:06 AM
মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান।
নিহত আশিকুর রহমান (২৮) লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রস্বর গ্রামের বাসিন্দা। তিনি শিবচর উপজেলায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
ওসি সুব্রত বলেন, দুপুরে ওই এলাকায় মাটির নীচ দিয়ে নেওয়া একটি বৈদ্যুতিক লাইনের কাছে শাবল দিয়ে মাটে খুঁড়ছিল আশিকুর ।
এসময় ওই বিদ্যুতের তার কেটে গিয়ে আশিকুরের হাতে থাকা শাবলটিতে স্পর্শ লাগলে গুরুতর আহত হন তিনি।
এরপর দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]