নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যা যা করণীয়, তার সবকিছুই নির্বাচন কমিশন করবে বলে জানিয়েছেন ইসি।
Published : 04 Dec 2023, 07:37 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের কাছ থেকে কোনো রকম চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
সোমবার সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
বিদেশিদের বন্ধু উল্লেখ করে ইসি আলমগীর বলেন, “তাদের থেকে কোনো চাপ নেই। তারা কিছু পরামর্শ দেয়। যেসব পরামর্শ আমাদের উপযোগী, তা আমরা গ্রহণ করি।
“সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিদেশি বন্ধু রাষ্ট্রের প্রতিনিধিরা আমাদের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন।”
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যা করণীয় তার সবকিছুই নির্বাচন কমিশন করবে বলেও জানিয়েছেন ইসি আলমগীর।
তিনি বলেন, এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইন শৃংখলাবাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজের সভাপতিত্বে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা ইসির সঙ্গে মতবিনিময় করেন।