রাজশাহীতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিএনপি-জামায়াতের ‘নাশকতা’ প্রতিহতে সর্বক্ষণিক রাজপথ পাহারা দেওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 12:49 PM
Updated : 19 Nov 2023, 12:49 PM

হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাজশাহী নগরীতে দুই দফা ঝটিকা মিছিল করেছেন। গ্রেপ্তার হয়েছেন বিএনপির ছয় নেতা-কর্মী।

রোববার সকাল ৯টার দিকে নগরীর নিউমার্কেট ও ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় জামায়াত-শিবিরের মিছিলের সময় রাস্তায় যান চলাচলে বাধা দেওয়ারও চেষ্টা করা হয়। তবে পুলিশ আসার খবর পেয়ে তারা পালিয়ে যান।

এর আগে শনিবার রাতে নগরীর সাহেববাজার এলাকায় ঝটিকা মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

অনুমতি ছাড়া মিছিল করায় বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বলেন, পুরো নগরী গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সার্বক্ষণিক টহলে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তিনি বলেন, হরতাল সমর্থকেরা বিছিন্নভাবে ঝটিকা মিছিল করে নাশকতা চালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এর আগেই তারা পালিয়ে যায়।

এদিকে, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী বাস না ছাড়লেও আন্তঃজেলা রুটে চলাচল করছে। এছাড়া ট্রেন চলাচলও স্বাভাবিক আছে।

হরতালের প্রতিবাদে শান্তি মিছিল-সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে কোর্ট স্টেশন মোড় থেকে রাজপাড়া থানা অঞ্চল আওয়ামী লীগের ব্যানারে শান্তি মিছিল বের হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহামান বাবু।

বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিহতে রাজপথ সর্বক্ষণিক পাহারা দেওয়ার ঘোষণা দেন তারা।