১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে কর্মসূচি আবার শুরু হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Published : 29 Jan 2024, 03:21 PM
দলের চার নেতাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি বাজার বর্জন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
সোমবার এক বিবৃতিতে ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা এ কথা জানান।
ত্রিপুরা বলেন, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার বয়কট কর্মসূচি স্থগিত থাকবে। স্থানীয় প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে এবং সাধারণ পাহাড়ি বাঙালি জনগণের অসুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বাজার বর্জন কর্মসূচি আবার শুরু হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি।
গত ১১ ডিসেম্বর গভীর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের দুর্গম অনিল পাড়ায় গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা নিহত হন।
এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফ’কে দায়ী করা হলেও তারা তা অস্বীকার করে আসছে। ঘটনার পর হরতাল, সড়ক অবরোধের পাশাপাশি ১২ ডিসেম্বর থেকে এক মাসের জন্য পানছড়ি বাজার বর্জনের ঘোষণা দিয়েছিল ইউপিডিএফ।
আরও পড়ুন:
৪ নেতা খুন: পানছড়ি বাজার বর্জনের সময় বাড়াল ইউপিডিএফ
ইউপিডিএফের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ নেতাকে হত্যার ঘটনায় মামলা