“সংঘর্ষের পর বাইকের পেছনে বসা তরুণ ছিটকে অন্তত ২৫ ফিট নিচে সড়কে পড়েন,” বলেন এক প্রত্যক্ষদর্শী।
Published : 04 Apr 2025, 11:45 PM
রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ছিটকে নিচে পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, পথচারীরা হাসপাতালে আনার পর দুই যুবককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরেই ওই পথ দিয়ে যাচ্ছিলেন প্রাইভেটকার চালক আহসান হাবিব। ঘটনার বর্ণনায় তিনি বলেন, বাইকে দুই তরুণ ছিলেন। টয়োটার সিএইচআর গাড়িটির সঙ্গে সংঘর্ষের পর বাইকের পেছনে বসা তরুণ অন্তত ২৫ ফিট নিচে সড়কে পড়ে যান। আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
“মোটরসাইকেলটি একেবারে ভেঙেচুড়ে গেছে। এর চালক ফ্লাইওভারে পড়েছিলেন। সম্ভবত তার পা ভেঙেছে। সংঘর্ষের পর টয়োটার গাড়িটিও ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে।”