বঙ্গবন্ধু সেতুতে ৪০ ঘণ্টায় আট হাজার বাইক পারাপার

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার পাশে মোটরসাইকেলের জন্য আলাদা টোল বুথ স্থাপন করা হয়েছে। 

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2023, 01:16 PM
Updated : 19 April 2023, 01:16 PM

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে ৪০ ঘণ্টায় আট হাজারের বেশি মোটরসাইকেল পারাপার হয়েছে। 

বুধবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় আলাদা টোল বুথে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত ৫০ টাকা করে টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছিলেন। 

শতশত মোটরসাইকেলকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার পাশেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা করতে দেখা যায়।   

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে তিন হাজার ৬৮৯টি মোটরসাইকেল পশ্চিম পাড়ে গেছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দুই হাজার ৫৯১টি মোটরসাইকেল পারাপার হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকালে ৪ টা পর্যন্ত এক হাজার ৮৩৭টি মোটরসাইকেল পারাপার হয়েছে। 

পাভেল আরও জানান, ভোর রাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সারি ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।