বিকাল পৌনে ৫টার দিকে গ্যাস সঞ্চালন বন্ধ করা হয়।
Published : 06 Nov 2023, 08:32 PM
সিলেট নগরীর মেজরটিলা এলাকায় সঞ্চালন লাইনে দুর্ঘটনার কারণে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী বলেন, সোমবার বিকালে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলায় রাস্তার কাজ করার সময় এক্সাভেটরের আঘাতে পাইপ ফেটে গ্যাস বের হতে শুরু করে।
“সঙ্গে সঙ্গে আমাদের লোকজন গিয়ে কাজ শুরু করেছেন। তাই ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ কাজে একটু সময় লাগবে; রাস্তার কাজ করার সময় সাবধনতা অবম্বলন করা উচিত।”
স্থানীয়রা জানান, বিকাল সোয়া ৩টার দিকে মেজরটিলায় সিলেট-তামাবিল সড়কে এ ঘটনাটি ঘটে।
পরে জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা এসে বাঁশ দিয়ে সিলেট-তামাবিল সড়কে যানচলাচল বন্ধ করে দেন।
বিকাল পৌনে ৫টার দিকে গ্যাস সঞ্চালন লাইন বন্ধ করা হয় এবং সোয়া ৫টার দিকে এ সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
সঞ্চালন লাইন বন্ধ রাখায় কারণে খাদিমনগর, টিলাগড়, মিরাবাজার, শিবগঞ্জ, সাদিপুর, সেনপাড়া, বালুচর, মেজরটিলা, খারপাড়া, মিরাপাড়া ও টুলটিকরসহ আশপাশ এলাকায় বিকাল পৌনে ৫টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।