Published : 14 Feb 2024, 07:20 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কায় সাবেক এক চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দর্শনার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান।
নিহত আবুল কাশেম (৭৫) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বিপ্লব কুমার বলেন, দুপুরে নিজেই মোটরসাইকেল চালিয়ে কার্পাসডাঙ্গা থেকে দর্শনার দিকে আসছিলেন। পথে রামনগর এলাকায় পৌঁছলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে সড়কের উপর পড়ে যান কাশেম।
“গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।