Published : 28 Apr 2025, 05:51 PM
সিলেটের দুই কিশোরীকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখে ‘যৌন পেশায়’ বাধ্য করার অভিযোগে করা মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে সিলেট নগরের পীরেরবাজারের টিকেরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার মোছা. শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু।
সাইফুল ইসলাম বলেন, ঢাকায় পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহনাজ ও রাজু ১৬ বছরের দুই কিশোরীকে কক্সবাজার পাঠান। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি দুই কিশোরীকে দুটি হোটেলে ১৫ দিন আটকে রেখে ‘যৌন কাজে’ বাধ্য করান।
সেখান থেকে ওই দুই কিশোরী সিলেটে ফেরার কয়েকদিন পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে তাদের শারীরিক পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী এক কিশোরীর মা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে শাহপরান থানায় মামলা করেন বলে জানান সাইফুল ইসলাম।
পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে; তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।