বিশাল এলাকাজুড়ে লেক আর তার চারপাশ ঘিরে মসৃণ সড়ক, চওড়া ফুটপাত, সড়কের পাশে গাছগাছালি, লেকের ওপর বোটের চলাচল- সবমিলিয়ে হাতিরঝিল হয়ে উঠেছিল নগরের বাসিন্দাদের একটু দম নেয়ার জায়গা। কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঠিক তদারকির অভাবে জৌলুস হারাচ্ছে ‘ঢাকার ফুসফুস’ খ্যাত হাতিরঝিল। নানা অসংগতি নিয়ে দর্শনার্থী ও পথচারীদের অসন্তোষও বাড়ছে।