কোটালীপাড়ায় মেয়র পদে একমাত্র মনোনয়নপত্র আওয়ামী লীগের

সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2023, 01:21 PM
Updated : 19 Feb 2023, 01:21 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মতিয়ার রহমান হাজরা।   

রোববার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মতিয়ার রহমান হাজরা একক প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মতিয়ার রহমান হাজরা ছাড়া কেউ মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়নি। 

এ ছাড়া কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে তিনি জানান। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগের জেলা সভাপতি মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, এস এম হুমায়ুন কবির, বর্তমান পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নুসহ দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

এ নির্বাচনের তফসিল অনুযায়ী রোববার ছিল মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২০ মার্চ এ পৌরসভায় ভোট গ্রহণ হবে।   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা। এখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কমিটি বা কর্মকাণ্ড নেই বললেই চলে। তাই এখানে যেকোনো নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হন। 

মতিয়ার রহমান হাজরা সাংবাদিকদের বলেন, “আমি ছাড়া এখানে আর কেউ মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়নি।”