পুলিশ বলছে, তিনি মানসিক চাপে ছিলেন, এ কারণে আত্মহত্যা করতে পারেন।
Published : 09 Apr 2024, 11:48 PM
বগুড়ার কাহালু উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার উলট্ট পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কাহালু থানার ওসি সেলিম রেজা জানান।
নিহত আবু মুসা ওই এলাকারই বাসিন্দা এবং উপজেলার মালন্চা হাটুর পাড়া এনায়েতুল্লা মাদ্রাসার কেরানি ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সান্তাহার থেকে বগুড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেসের নিচে পড়ে আবু মুসার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
ওসি সেলিম রেজা পরিবারের বরাতে বলেন, “আবু মুসা মানসিক চাপে ছিলেন। এ কারণেও আত্মহত্যা করতে পারেন।”