নেত্রকোণায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

প্রতিষ্ঠান দুইটিকে এক লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2024, 12:41 PM
Updated : 27 Feb 2024, 12:41 PM

নেত্রকোণায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 

মঙ্গলবার দুপুরে শহরের রাজেন্দ্রপুরের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান। 

তিনি বলেন, নানা অনিয়মের অভিযোগে নেত্র ফুড প্রোডাক্টস ও এসএস ফুড প্রোডাক্টসকে জরিমানা করা হয়। 

“এ সময় মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হয় ওই দুই প্রতিষ্ঠানে। পরে তাদের প্রত্যেককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।” 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের নির্বাহী হাকিম মো. আক্তারুজ্জামান এ অভিযান পরিচালনা  করেন বলে জানান তিনি।