বানিয়াচংয়ে সাংবাদিকের ওপর হামলা: উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নিন্দা

সভায় হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্বখ্যাত ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের পৈতৃক বাড়ি উদ্ধারের দাবি জানানো হয়।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2022, 03:56 PM
Updated : 19 Sept 2022, 03:56 PM

হবিগঞ্জের বানিয়াচংয়ে সাংবাদিক রাজীব নূরসহ চারজনের ওপর হামলার ঘটনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নিন্দা জানানো হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদের সভাকক্ষে ওই কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে নিন্দার পাশাপাশি হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং অবৈধ দখলদারদের কবল থেকে বিশ্বখ্যাত ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের পৈত্রিক বাড়ি উদ্ধারের দাবি জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ওসি অজয় চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার।

আইনশৃঙ্খলা কমিটির সভায় বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, রাজীব নূরসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি তুলে ধরেন। এ সময় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, “রাজীব নূর একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা মেনে নেওয়া যায় না; আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

আরও পড়ুন:

Also Read: রামনাথের বাড়ি দখলকারী ওয়াহেদের পদ গেল আওয়ামী লীগ থেকে

Also Read: রামনাথের বাড়ির ‘দখলদার’ ওয়াহেদকে আওয়ামী লীগ থেকে ‘বহিষ্কারের উদ্যোগ’

Also Read: হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বরিশাল প্রেসক্লাবের নিন্দা

Also Read: হবিগঞ্জে রামনাথ বিশ্বাসের বাড়িতে সাংবাদিকদের উপর ‘দখলদারদের’ হামলা

Also Read: হবিগঞ্জ প্রেসক্লাবের জরুরি সভা, সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

Also Read: হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: জেলায় জেলায় প্রতিবাদ

Also Read: রাজীব নূরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায়