পর্যায়ক্রমে সব হকারকে লালদিঘী মাঠে নিয়ে আসার পাশাপাশি তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন মেয়র।
Published : 10 Mar 2024, 08:22 PM
সিলেট নগরীর ফুটপাতগুলোকে হকারমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর লালদিঘীপাড়ে হকার পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করে এ প্রক্রিয়া শুরু করেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এ সময় মেয়র পর্যায়ক্রমে সব হকারকে লালদিঘী মাঠে নিয়ে আসার পাশাপাশি তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীরা ছোট-ছোট ব্যবসা করে তাদের পরিবার-পরিজন নিয়ে জীবন-যাপন করেন। তারা চুরি-ডাকাতি করেন না। এ জন্য তাদের সম্মানের চোখে দেখতে হবে। হকাররা শুধু হকার না, তারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা আমাদের ভাই, আমাদের পরিজন; তাদের সহযোগিতা করতে হবে।”
ক্রেতাদের সঙ্গে সুন্দর আচরণ করার আহ্বান জানিয়ে তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “সুন্দর আচরণের মাধ্যমে তাদের মন জয় করতে হবে; তবে এখানেও ক্রেতারা আসবেন। ক্রেতারা আসলে ব্যবসা ভালো হবে।”
নগরবাসীর সহযোগিতা কামনা করে মেয়র বলেন, “আমি নির্বাচনের সময় হকার সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম; আজ তার বাস্তবায়ন করতে যাচ্ছি।”
পর্যায়ক্রমে নগরবাসীর বাকি সমস্যারও সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি এই মাটির সন্তান, এই শহরের আলো-বাতাসে আমি বেড়ে উঠেছি। বিগত নির্বাচনে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিছেন, তার ঋণ কখনো শোধ করতে পারবো না।”
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর শান্তুনু দত্ত শন্তু, আব্দুল মুহিত জাবেদ, শাহানা বেগম শানু। ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুর রকিব।
এ সময় কাউন্সিলর তোফায়েল আহমদ শেপুল, ফজলে রাব্বি মাসুম, জয়নাল আবেদীন, রুহেনা আক্তার মুক্তা, আওয়ামী লীগ নেতা মিসবাউর রহমান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী মার্কেট পরিদর্শন এবং কয়েকটি দোকান থেকে কেনাকাটা করেন।
পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন শেষে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর সাংবাদিকদের বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে নগরীর সব হকারকে নির্দিষ্ট স্থানে পুনর্বাসিত হওয়ার অনুরোধ জানিয়েছেন মেয়র। যদি কোনো হকার রাস্তা কিংবা ফুটপাতে বসেন; তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”