অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শহরে মিছিল করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
Published : 06 Nov 2023, 06:35 PM
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ফেনীতে একটি অটোরিকশায় অগ্নিসংযোগ এবং পাঁচটি ট্রাক ও কভার্ড ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ছাড়া অবরোধের সমর্থনে সোমবার জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে বাধার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার বলেন, সকালে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের ইসলামপুর সড়কে বিএনপি কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রধান সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন।
এ সময় পুলিশে সঙ্গে ধস্তাধস্তিতে জেলা যুবদলের সহসভাপতি গিয়াস উদ্দিনসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি নাসির উদ্দিনের।
পুলিশ জানায়, শহরে বেশকিছু গাড়ি ভাঙচুর ও একটি অটোরিকশার সিটে আগুন দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা। সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যান।
ফেনী মডেল থানার এসআই মো. ইমরান হোসেন বলেন, অবরোধকারীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে তারা শহরের তাকিয়া রোডে তিনটি ট্রাক, একটি পিকআপ, একটি কভার্ড ভ্যান ভাঙচুর করে।
এ সময় তারা একটি অটোরিকশার সিটে আগুন দিলে তা দ্রুত নিভিয়ে ফেলা হয় বলে তিনি জানান।
পুলিশ সুপার জাকির হাসান বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা এড়াতে ও জনগণের জানমাল রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।