Published : 08 Jun 2023, 09:04 PM
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে প্রায় দুই কেজি ওজনের ১৬টি সোনার বারসহ একজন আটক হয়েছেন; যাকে পাচারকারী বলেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে উপজেলার পাতিলা ঈদগাঁ মাঠ থেকে তাকে আটক করা হয় বলে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
আটক ৩০ বছর বয়সি সেলিম হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জাফর আলীর ছেলে।
বিকালে সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন খবরে তারা জানতে পারেন দুজন ব্যক্তি জীবননগরের পাতিলা গ্রামের ঈদগাঁ এলাকা দিয়ে ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবেন।
“পরে বিজিবির একটি টহল দল ওই এলাকার সড়কের পাশে অবস্থান নেয়। সকাল সাড়ে ৬টার দিকে দুজন ব্যক্তিকে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যেতে দেখলে টহলদল তাদের ধাওয়া করে।
“এ সময় মোটরসাইকেলের পেছনে বসা সেলিম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান, তবে চালক মোটরসাইকেলসহ পালিয়ে যান।”
পরে সেলিমের কোমর থেকে স্কচ টেপ দিয়ে পেঁচানো ১ কেজি ৮৬৫ দশমিক ৫৭ গ্রাম সোনার ১৬টি বার উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।
বিজিবি কর্মকর্তা সাইফুল জানান, আটক সেলিম ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা সোনার বারগুলো চুয়াডাঙ্গার ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।