১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিতে পারবে না মর্মে ছাত্রীর বাবা প্রশাসনের কাছে মুচলেকা দিয়েছেন বলে জানান ইউএনও।
Published : 21 Oct 2023, 08:10 PM
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাল জন্মনিবন্ধন তৈরি করে আয়োজন করা বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার মধ্যরাতে উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা।
খোঁজ নিয়ে জানা গেছে, দোয়ালীপাড়া গ্রামের এক মাদরাসা ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হড়িয়াপাড়া গ্রামের এক ছেলের বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ এর আওতায় কনের বাবাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সেইসঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও রুবেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কনেপক্ষ জাল জন্মনিবন্ধন তৈরি করে বিয়ের প্রস্তুতি নিয়েছিল। মেয়েটির প্রকৃত বয়স ১৭ বছর। পরে বরের লোকজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
বাল্যবিয়েকে বেআইনি উল্লেখ করে তিনি আরও বলেন, বাল্যবিয়ের কারণে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনের ইতি ঘটে। এ ছাড়া মাতৃমৃত্যু ও নারী নির্যাতনের মতো ঘটনাও ঘটে।