ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

নিহতদের মধ্যে নারীর বয়স অনুমানিক ৩৫ বছর; তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2022, 06:29 AM
Updated : 26 Nov 2022, 06:29 AM

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজনের প্রাণ গেছে।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মধ্যে এক যুবকও রয়েছেন বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সালাউদ্দিন খান নোমান জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত অবস্থায় ৩৫ বছর বয়সী এক নারী উঠতে গেলে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

এছাড়া আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি কোন ট্রেনে কাটা পড়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি নোমান।

তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে।