ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে কালভার্টের নিচে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
Published : 14 Feb 2024, 09:46 PM
যশোরের শার্শা উপজেলায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেনাপোল পৌর গেইট সংলগ্ন কাগজপুকুর নতুন বাস টার্মিনাল এলাকায় লাশটি পাওয়া যায় বলে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া।
তবে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ওসি বলেন, ওই এলাকার ফুড পোর্ট ক্যাফের পাশে কালভার্টের নিচে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে কালভার্টের নিচে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাতে ভারী বৃষ্টি হওয়ায় লাশটি ভেসে উঠেছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]