কুমিল্লায় গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ভাসুর গ্রেপ্তার

ঘটনাস্থলে যাওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, তিনি চাকরি জীবনে এমন ‘নৃশংস হত্যাকাণ্ড’ আর দেখেননি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 01:22 PM
Updated : 29 March 2023, 01:22 PM

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে। ঘটনার পর ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তিন সন্তানের জননী শারমিন আক্তার মনি (২৮) ওই গ্রামের প্রবাসী মাসুদ আলমের স্ত্রী।

এ ঘটনায় আটক খোরশেদ আলম (৩৫) অটোরিকশা চালক। তিনি ওই গ্রামের মন্তাজুর রহমানের ছেলে।

নিহতের ভাই সালেহ আহমেদ বাদী হয়ে খোরশেদ আলমকে একমাত্র আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

নিহতের ভাই সালেহ আহাম্মদ জানান, ১২ বছর আগে মাসুদ আলমের সঙ্গে তার বোন শারমিন আক্তার মনির ‌বিয়ে দেন। বিয়ের পর থেকেই তার মেজ ভাসুর খোরশেদ আলম সামান্য বিষয় নিয়েও মনির গায়ে একাধিকবার হাত তোলেন। এ নিয়ে শালিসে কয়েকবার থাকে দোষী সাব্যস্তও করা হয়। এতে মনির প্রতি তার ক্ষোভ আরও বেড়ে যায়।

সালেহ আহাম্মদ বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কাপড় শুকানোর রশি নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর মনি ঘরের পাশে ফেরিওয়ালা থেকে মাছ কিনছিলেন।

“এ সময় খোরশেদ ঘর থেকে দা এনে মনিকে এলোপাতাড়ি কুপিয়ে মুখমণ্ডল বিকৃত করে, ডান কান ও ডান স্তন কেটে ফেলে; দুই হাত, দুই পা কেটে ঝুলিয়ে দেয়; পিঠে ও দেহের অন্যান্য স্থানে জখম করে।”

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেন; পরে লাকসাম নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে তিনি জানান।

নিহত মনির তিন সন্তানের মধ্যে ছোট ছেলে হামিদের বয়স ৪ মাস, অপর ছেলে সামীরের ৪ বছর। মেয়ে মিম আক্তার (৮) বাতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে।

শারমিন আক্তার মনি ১০ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মৃত ছায়দুল হক মোল্লার মেয়ে।

খোরশেদের বিরুদ্ধে শিশু অপহরণ, হত্যা, মানুষজনকে মারধরসহ নানা অভিযোগ রয়েছে উল্লেখ করে মনির ভাবি নাছিমা আক্তার এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

মনোহরগঞ্জ থানার এসআই আব্দুল আলিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

তিনি বলেন, “আমার চাকরি জীবনে এমন নৃশংস হত্যাকাণ্ড আর দেখিনি।”

মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেজ ভাই সালেহ আহমেদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের সহায়তায় শাহপুর থেকে আসামি খোরশেদ আলমকে আটক করা হয়েছে বলে তিনি জানান।