তিনি বেশ কিছুদিন যাবত কিডনি ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
Published : 13 Jan 2024, 04:52 PM
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন মারা গেছেন।
শুক্রবার রাত ১টায় তার নিজ বাসভবন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারোকনা গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৬৬ বছর বয়সী রবীন্দ্রনাথ সরেন কিছুদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন।
এই আদিবাসী নেতার ছেলে মানিক সরেন জানান, তিনি বেশ কিছুদিন যাবত কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গত সপ্তাহে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেন।
তিনি আরও জানান, শুক্রবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
শনিবার দুপুর ২টায় তাদের পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে তার ছেলে মানিক সরেন জানান।
রবীন্দ্রনাথ সরেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাড়াও আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির সদস্য, বাংলাদেশ আদিবাসী ফোরামে সহসভাপতি, কাপেং ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।