তিনি একসময় প্রান্তিক জনগোষ্ঠীদের সংগঠন কেএনডিও-তে কাজ করতেন।
Published : 20 May 2023, 01:03 AM
পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বান্দরবানের রুমা উপজেলার এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার সকালে লোঙা খুমী নামের ৩৮ বছর বয়সি এই সাংবাদিককে রুমা থানায় সোপর্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক মানবজমিনের রুমা উপজেলা প্রতিনিধি খুমী রুমা বাজার এলাকার ইডেন রোডের গির্জাপাড়ার বাসিন্দা।
রুমা থানা ওসি আলমগীর হোসেন বলেন, “সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লোঙা খুমীকে আটক করে সেনাবাহিনী। পরে সকাল সাড়ে ৯টায় তাকে রুমা থানায় হস্থান্তর করা হয়। তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর বান্দরবান ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।”
শুক্রবার দুপুরে লোঙা খুমীকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানান, রুমা-বগালেক সড়কের পাশে নিজের পেঁপে বাগানে যাওয়ার পথে খুমী আটক হন। পরে তাকে আটক করে রুমা থানায় সোপর্দ করা হয়। খুমী একসময় প্রান্তিক জনগোষ্ঠীদের সংগঠন কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (কেএনডিও) কাজ করতেন। পরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) গঠিত হলে তিনি কেএনডিও ছেড়ে দেন।
জুম্ম জাতীয়তাবাদী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা) গঠিত জনসংহতি সমিতি ভেঙে তৈরি হওয়া কয়েকটি দল পার্বত্য চট্টগ্রামে সক্রিয়। তার মধ্যেই কেএনএফের সক্রিয় হয়ে ওঠার খবর আসছে গত কয়েক মাস ধরে।
পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?
পাহাড়িরা কেএনএফ সংগঠনটিকে ‘বম পার্টি’ নামে চেনে। এই কেএনফের সশস্ত্র উইংয়ের নাম কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ), যার সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হচ্ছে গ্রেপ্তার খুমীকে।
কেএনএফ ‘কুকি-চিন রাজ্যে’ নামে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল চায়; যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরারা থাকবে না; থাকবে বম, খিয়াং, পাংখুয়া, লুসাই, খুমি ও ম্রোরা।
কেএনএফের সঙ্গে গ্রেপ্তার খুমীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি আলমগীর বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।