শ্বশুরবাড়িতে গরু চুরি করতে গিয়ে ধরা খেলেন ‘জুয়াড়ি’ জামাই

গরুটি চুরি করা হয় কুমিল্লার বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকা থেকে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2023, 12:28 PM
Updated : 15 Feb 2023, 12:28 PM

গরু চুরির অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি গরু এবং সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে উপজেলার মোহনপুর এলাকা থেকে তিনজনেক গ্রেপ্তার করা হয় বলে জানান দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকার মো. জুয়েল (২৬), জুয়েলের সহযোগী চম্পকনগর সাতরা এলাকার মো. রাসেল (২৮) এবং বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন (২৫)।

বুধবার বিকালে তিনজনকে গরু চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি কমল কৃষ্ণ ধর জানান, জুয়েলের শ্বশুরবাড়ি বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায়। সোমবার বিকালে তিনজন ওই এলাকা থেকে গরুটি চুরি করেন। মঙ্গলবার তারা অটোরিকশায় গরুটি নিয়ে দেবিদ্বার উপজেলার ওপর দিয়ে যাচ্ছিলেন। চেকপোস্টে সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে।      

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গরুটি বিক্রি করে জুয়া খেলবেন বলে প্রস্তুতি ছিলো তাদের।”

ওসি আরও জানান, তিনজনকে আটকের পর গরুর মালিক আমির হোসেনকে খবর দেওয়া হয়। তিনি বুধবার সকালে বরুড়া থেকে দেবিদ্বার থানায় এসে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।