উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে চিনি ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মৌচাষী গোলাম মোস্তফা।
Published : 09 Apr 2025, 01:47 PM
সাতক্ষীরার শ্যামনগরে বক্স পদ্ধতিতে চাষ করা মধুতে চিনি ব্যবহারের অভিযোগে এক মৌচাষীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ সরদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আব্দুলল্লাহ আল রিফাত।
নির্বাহী হাকিম রিফাত বলেন, বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধভাবে চিনি ব্যবহার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সরদার বাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনা করে মৌচাষী গোলাম মোস্তফা সরদার (৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে এ জরিমানা করা হয়।
তিনি আরও জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বন বিভাগের প্রতিনিধি ও শ্যামনগর থানার পুলিশ সদস্যরা আদালতকে সহায়তা করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন বলেন, অবৈধভাবে চিনি ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মৌচাষী গোলাম মোস্তফা। তাকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।