ফেনীতে জামায়াতের ১২ নেতা-কর্মী আটক, ককটেল ও জিহাদী বই জব্দ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা থেকে তাদের আটক করা হয়েছে বলে দাবি জামায়াত নেতাদের।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2023, 11:18 AM
Updated : 28 Jan 2023, 11:18 AM

ফেনীতে ককটেল ও জিহাদী বইসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে এক বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনাকালে পাঁচটি ককটেল ও জিহাদী বইসহ ১২ জনকে আটক করা হয়েছে।

ওসি নিজাম উদ্দিন বলেন, আটকরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাম পরিচয় গণমাধ্যমকে জানানো হবে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

ফেনী জেলা জামায়াতের আমির মাস্টার শামসুদ্দীন বলেন, “জেলা জামায়াতের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিল। পুলিশের অভিযোগ করা নাশকতার পরিকল্পনা সভার তথ্য কাল্পনিক ও বানোয়াট।  অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানানো হচ্ছে।”